আয় বেড়েছে কলকাতা পুরসভার, ঘাটতি বাজেট পেশ করে জানালেন মেয়র ফিরহাদ হাকিম

কলকাতা: শনিবার, আগামী অর্থবর্ষের বাজেট পেশ করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, কলকাতা পুরসভার আয় বেড়েছে।

আনুমানিক ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেন মেয়র। পুরসভার এই বাজেটে বলা হয়েছে, আগামী ২০২৪-২৫ অর্থবর্ষে ৫০৫৪ কোটি ৫২ লক্ষ টাকা আনুমানিক আয় হতে পারে পুরসভার। ব্যয় হতে পারে আনুমানিক ৫১৬৬ কোটি ৫২ লক্ষ টাকা। এর ফলে আনুমানিক ঘাটতির পরিমাণ হতে পারে ১১২ কোটি টাকা।

গতবার ২০২৩-২৪ অর্থবর্ষের পুর বাজেটে সম্ভাব্য আয় দেখানো হয়েছিল ৪ হাজার ৫৪০ কোটি ৭৯ লক্ষ টাকা। কিন্তু আয় হয় ৩ হাজার ৮৭১ কোটি ৬৯ লক্ষ টাকা। প্রায় ৬৭০ কোটি টাকা কম আয় জানিয়েছেন মেয়র।

মেয়র ফিরহাদ হাকিম বলেন, “এই ঘাটতি বাজেট তো আজ হয়নি। অনেকদিন ধরে চলছে। প্রায় ২ হাজার কোটি টাকা হয়ে গিয়েছিল। আমরা তা কিছুটা কমাতে পেরেছি। এই ব্যবধান ধীরে ধীরে আরও কমবে। আমি তো আর ম্যাজিক জানি না। আজ বলব কাল কমে যাবে।”

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?