কলকাতা: নগদে নয়, এ বার কার্ডে বা কিউআর কোড স্ক্যান করে মেটানো যাবে পার্কিং ফি। কলকাতায় চালু হয়ে গেল গাড়ি পার্কিংয়ের নতুন অ্যাপ- স্মার্ট পার্কিং। বুধবার ক্যাশলেস স্মার্ট পার্কিং অ্যাপের উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম।
আপাতত ৬১টি জায়গায় মেশিনের মাধ্যমে পার্কিং ফি নেওয়া শুরু হল। ধাপে ধাপে গোটা কলকাতাতেই চালু হবে এই ব্যবস্থায় পার্কিং ফি মেটানোর প্রক্রিয়া। পুর কর্তৃপক্ষের লক্ষ্য, আগামী ছ’মাসের মধ্যে শহরের প্রায় ৪০০টি পার্কিং লটে এই আধুনিক ব্যবস্থা চালু করা হবে।
স্মার্ট ফোনে গুগল প্লে স্টোর থেকে প্রথমে ডাউনলোড করতে হবে অ্যাপটি। কোথায় পার্কিং ফাঁকা রয়েছে, সেটা দেখে নেওয়া যাবে এই অ্যাপে। পয়েন্ট অব সেল বা পস মেশিনের মাধ্যমে কার্ডে অথবা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে পার্কিং ফি। এর ফলে পার্কিং ফি নিয়ে বিবাদও থাকবে না। পার্কিং লটগুলিতে আপাতত ১২৫টি ই-পস মেসিন দেওয়া হয়েছে। আগামীতে এর সংখ্যা আরও বাড়বে। মোট এক হাজার মেশিন কিনছে পুরসভা।
এই অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, পুর কমিশনার বিনোদ কুমার, মেয়র পারিষদ দেবাশিস কুমার-সহ অন্যান্যরা।