আজ কোজাগরী লক্ষ্মীপুজো, চড়া বাজারে হিমশিম গৃহস্থের

লক্ষ্মীপুজোর কেনাকাটা। ছবি: রাজীব বসু

কলকাতা: আজ, বুধবার কোজাগরী লক্ষ্মীপুজো। বাংলার ঘরে ঘরে ধন-ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজার তোড়জোড় চলছে। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে এই পুজোকে ঘিরে বাজারের পরিস্থিতি গৃহস্থদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।

সবজি থেকে ফল-ফুল, প্রতিটি জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। বিশেষ করে টম্যাটো ও বেগুনের দাম লাগামছাড়া। পুজোর ভোগের অন্যতম উপকরণ হওয়ায় এই দুই সবজির মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাজারে টম্যাটো ও বেগুনের দাম দ্বিগুণ হয়ে গেছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

এছাড়া, লক্ষ্মীপুজোয় অনেকেই দেবীকে মাছভোগ দিয়ে থাকেন। তবে মাছের বাজারও ঊর্ধ্বমুখী। ইলিশ, রুই, কাতলা—সব ধরনের মাছের দাম বেড়েছে, যা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। বিশেষ করে পুজোর সময় মাছের দাম সাধারণত কিছুটা বাড়লেও, এবার তা আরও বেশি বৃদ্ধি পেয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন