বইপ্রেমীদের জন্য দারুণ সুখবর। ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে কেন্দ্র করে বিশেষ পরিষেবা চালু করছে কলকাতা মেট্রো। আগামী ২২ জানুয়ারি থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হতে চলা এই বইমেলায় যাতায়াত আরও সহজ করতে মেলার ১ ও ২ নম্বর গেটে বসছে মেট্রোর আলাদা বুথ। সেখানে ইউপিআই-এর মাধ্যমে সরাসরি মেট্রো টিকিট কেটে নিতে পারবেন দর্শনার্থীরা।
সোমবার আয়োজক সংস্থা Publishers and Booksellers Guild-এর সাংবাদিক বৈঠকে জানানো হয়, বইমেলার জন্য অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন রাত ১০টা পর্যন্ত মিলবে এই পরিষেবা, এমনকি ছুটির দিনেও চলবে বাড়তি মেট্রো। গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে জানান, হাওড়া-শিয়ালদহ মেট্রো সংযোগ চালু হওয়ায় শহর ও শহরতলি—দুই দিক থেকেই এবার বেশি সংখ্যক মানুষ বইমেলায় আসবেন বলে আশা করা হচ্ছে।
এবারের বইমেলায় ২০টি দেশ অংশ নিচ্ছে। তবে গত বছরের মতো এবারও বাংলাদেশ অংশগ্রহণ করছে না। উল্লেখযোগ্য বিষয়, ৪৯ বছরে পা দেওয়া এই বইমেলা শুধু বই কেনাবেচার নয়, বরং সাহিত্য ও সংস্কৃতির এক বৃহৎ মিলনমেলায় পরিণত হতে চলেছে, যেখানে মেট্রোর এই বিশেষ উদ্যোগ দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও স্বচ্ছন্দ করবে।