আজ কলকাতা বইমেলার শেষ দিন

কলকাতা: রবিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার শেষ দিন। ভিড়ের রেকর্ডকে সঙ্গী করেই এ বারের মতো শেষ হচ্ছে বইমেলা।

গত ৩০ জানুয়ারি উদ্বোধন হয় বইমেলার। তার পর দিন থেকে সেন্ট্রাল পার্কে মেলাটি চলছে। হাজার হাজার বইয়ের মধ্য থেকে বইপ্রেমীরা খুঁজে নিয়েছেন নিজের প্রিয় বইগুলিকে। বিকেলের দিকে রোদের আঁচ কমতেই যেন জনজোয়ার নেমে এসেছে বইমেলায়।

গিল্ডের হিসেব বলছে, এদিন গত রবিবারের চেয়েও ভিড় বেশি ছিল। এদিন সন্ধ্যা সাতটা পর্যন্ত মানুষের সংখ্যা ছ’লক্ষ পেরিয়েছে। গত রবিবার সেই সংখ্যাটা ছিল পাঁচ লক্ষ। আর এদিন বই বিক্রিও হয়েছে জমিয়ে। এদিন পর্যন্ত বিক্রি ছুঁয়েছে ২৩ কোটির অঙ্ক। ফলে গতবারের চেয়ে মোট বিক্রি অনেকটাই বেড়ে রেকর্ড হবে বলে আশা করছে গিল্ড।

উল্লেখযোগ্য ভাবে, এ বার বইমেলায় আগত বইপ্রেমীদের তুমুল ভিড় আর যানজটের হাত থেকে খানিক রক্ষা করেছে ইস্ট ওয়েস্ট মেট্রো। বারাসত থেকে ব্যারাকপুর, হাবড়া থেকে সোনারপুর, বারুইপুর থেকে বজবজ, সমস্ত জায়গাকেই করুণাময়ীর খুব কাছাকাছি এনে দিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। চলতি মাসের শুরু থেকে বইমেলা উপলক্ষে এই লাইনে চোখে পড়েছে তুমুল ভিড়। শিয়ালদাতে ট্রেন নেমে যেমন সহজেই ধরে নেওয়া যাচ্ছে মেট্রো, তেমনই বইমেলা থেকে ফেরার পথও অনেকটা সুমগম করে দিয়েছে এই মেট্রোই।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন