পাখির সঙ্গে সংঘর্ষ, এয়ারএশিয়ার কলকাতাগামী বিমানের জরুরি অবতরণ লখনউয়ে

রবিবার মাঝ আকাশে বিমান-বিভ্রাট! পাখির সঙ্গে সংঘর্ষে জরুরি অবতরণ এয়ারএশিয়ার কলকাতাগামী বিমানের। লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এর পর অন্য বিমানে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করে সংস্থা।

ঘটনায় প্রকাশ, আকাশে ওড়ার সময় একটি পাখি বিমানে ধাক্কা মারে, এরপর চৌধুরী চরণ সিংহ বিমানবন্দরে ফিরে এলে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এয়ার এশিয়ার একজন মুখপাত্র ঘটনার পর খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, “ফ্লাইট আই৫-৩১৯, লখনউ থেকে কলকাতা যাচ্ছিল, টেক-অফ করার সময় একটি পাখির সঙ্গে সংঘর্ষ হয়। ফলস্বরূপ, বিমানটিকে ফিরিয়ে নেওয়া হয়”।

গত বছর ঠিক একই রকমের ঘটনার সম্মুখীন হয়েছিল আকাসা এয়ারের একটি বিমান। নয়াদিল্লি যাওয়ার পথে পাখির সঙ্গে সংঘর্ষের পর বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটিকে মাটিতে নামিয়ে আনা হয় প্রায় ১৯০০ ফুট উচ্চতা থেকে।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে