কলকাতা: আরজি কর-কাণ্ডের বিচার দাবিতে পুজো মণ্ডপে উঠেছে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপের সামনে স্লোগান দেওয়ার অভিযোগে ধৃত নয় জনকে শুক্রবার অন্তর্বর্তী জামিন দিলেও, কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি শম্পা সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছেন, রাজ্য সরকারের আয়োজিত পুজো কার্নিভালে কোনোভাবে বিক্ষোভ বা প্রতিবাদ করা যাবে না।
সপ্তমীর রাতে ত্রিধারার পুজো মণ্ডপের সামনে কয়েকজন আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে স্লোগান তোলেন, যা নিয়ে পুলিশ একটি এফআইআর দায়ের করে। এই ঘটনায় নয় জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর আলিপুর আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে ধৃতদের পরিবার কলকাতা হাইকোর্টে আবেদন জানায়। এদিন তাঁদের জামিন মঞ্জুর করে উচ্চ আদালত।
শুক্রবারের শুনানিতে আদালত নির্দেশ দিয়েছে, পুজো মণ্ডপের ২০০ মিটারের মধ্যে আর কোনো ধরনের প্রতিবাদ বা স্লোগান দেওয়া যাবে না। পাশাপাশি, রাজ্যের পুজো কার্নিভালে যাতে কোনো বিক্ষোভ না হয়, তা আগেভাগেই স্পষ্ট করে দিল কলকাতা হাই কোর্ট।