সামনেই রয়েছে রাজ্যের চার পুর নিগমের নির্বাচন। তার আগেই গোটা রাজ্য জুড়ে ব্যাপক হারে বেড়ে গিয়েছে করোনা সংক্রমণ। রাজ্যের বুকে চালু করে দেওয়া হয়েছে বেশ কিছু কোভিড বিধিনিষেধ। এমন এক পরিস্থিতিতে ঠিক কী ভাবে সম্ভব পুর নির্বাচন? মঙ্গলবার এই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।
রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাজ্যের চার পুরনিগম বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ির পুর ভোট। ফলাফল প্রকাশ হবে ২৫ জানুয়ারি। রাজ্যের একটা বড় অংশ মনে করছে, এই মুহূর্তে নির্বাচন হলে সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়বে।
এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে কলকাতা হাইকোর্ট জানতে চাইল, যে চার পুর নিগমে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, সেই সব এলাকায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ঠিক কত? অথবা ওই চার পুরনিগমে মোট কতগুলো কন্টাইনমেন্ট জোন রয়েছে। এই তথ্য আদালতের হাতে তুলে দিতে হবে ৪৮ ঘন্টার মধ্যেই।
এর পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের কাছেও কলকাতা হাইকোর্ট এর প্রশ্ন, এই পরিস্থিতিতে ঠিক কী ভাবে নির্বাচন করানোর কথা ভাবছে কমিশন। সেই পরিকল্পনাও আদালতকে আগামী বৃহস্পতিবার এর মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।