গার্ডেনরিচে ভেঙে পড়া বহুতল। প্রতীকী ছবি
কলকাতা: শহরে বেআইনি নির্মাণের উপরে নিয়ন্ত্রণ আনতে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। এবার বেআইনি বহুতল বা ফ্ল্যাটের রেজিস্ট্রি আটকানোর জন্য সক্রিয় হয়েছে পুর কর্তৃপক্ষ। বেআইনি নির্মাণের হস্তান্তর প্রক্রিয়া নিয়ন্ত্রণের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি হস্তান্তর প্রক্রিয়ায় বিধিনিষেধ আরোপের বিষয়ে পরামর্শ দেবে।
পুরসভা সূত্রে জানা গেছে, গত এপ্রিলে এই বিষয়ে এক বৈঠকে বেআইনি সম্পত্তির নথিভুক্তিকরণ আটকানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কলকাতা পুরসভার আওতাধীন এলাকায় যে কোনও বেআইনি নির্মাণের নথিভুক্তিকরণের আগে তার নকশা ও আইনি বৈধতা খতিয়ে দেখা হবে। রাজ্য সরকারের কাছে এই সংক্রান্ত বিশেষ পদ্ধতি চালুর জন্যও আবেদন জানানো হয়।
তবে শুধুমাত্র নির্মাণের নকশার বৈধতা নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় উঠে আসে। শহরের অনেক পুরনো সম্পত্তির বৈধ নকশা না থাকলেও বহু বছর ধরে সেগুলির উপর কর আদায় করা হয়েছে। এছাড়াও ফাঁকা জমির নথিভুক্তিকরণের ক্ষেত্রে বেআইনি নির্মাণের সমস্যাও রয়েছে। বৈধ নকশাহীন সম্পত্তির নথিভুক্তিকরণের বিষয়ে আদালতে চলমান মামলাগুলিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।