কলকাতা: ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবার থেকে অনলাইনে ফর্ম ফিলাপ করার ব্যবস্থা চালু করল মধ্যশিক্ষা পর্ষদ। এতদিন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ অফলাইনে অর্থাৎ স্কুলে গিয়ে প্রয়োজনীয় নথি জমা দিয়ে করতে হতো। তবে এবার সেই পুরনো পদ্ধতির অবসান ঘটিয়ে একেবারে অনলাইনে ফর্ম ফিলাপের সুযোগ দিল পর্ষদ।
শনিবার জারি করা একটি বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর সকাল ১১টা থেকে ১৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ফর্ম ফিলাপ করা যাবে।
পর্ষদ জানিয়েছে, পরীক্ষার্থীদের তথ্য জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট (www.wbbsedata.com) চালু করা হয়েছে। প্রতিটি স্কুলকে নিজেদের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথ্য এই ওয়েবসাইটে আপলোড করতে হবে। ফর্ম ফিলাপে কোনো বিলম্ব হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে পর্ষদ বিজ্ঞপ্তিতে সতর্ক করেছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি এবং শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। পরীক্ষার সূচি অনুযায়ী, প্রথম দিন হবে প্রথম ভাষার পরীক্ষা, ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ১৯ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান, ২২ ফেব্রুয়ারি গণিত এবং ২৪ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।