কলকাতা: আগামী ১৮ জানুয়ারি থেকে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা-২০২৪। এ বার উদ্বোধনের দিন থেকেই খুলে যাচ্ছে কলকাতা বইমেলা।
এ বারেও মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ দিন ধরে চলবে বইমেলা। বইমেলা শেষ হবে আগামী ৩১ জানুয়ারি। এ বারের ‘থিম কান্ট্রি’ ব্রিটেন। থাকবেন অন্যান্য দেশের প্রতিনিধিরাও। এ ছাড়া বইমেলায় অংশ নেওয়ার কথা রয়েছে আমেরিকা, ফ্রান্স, ইটালি, স্পেন, তাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং জার্মানির প্রতিনিধিদের। ১২ বছর পরে আবার জার্মানি অংশ নেবে কলকাতা বইমেলায়।
গত বছর বইমেলার উদ্বোধন হয়েছিল ৩০ জানুয়ারি। তার পরের দিন থেকে ক্রেতা ও পাঠকদের জন্য খুলে দেওয়া হয়েছিল বইমেলা। কিন্তু উদ্বোধনের দিনই সন্ধ্যায় মেলায় এসে পড়েন হাজার হাজার পাঠক। তখনও বহু স্টল সেজে উঠেনি। আসেনি সব বইও। শুধু গত বছরই নয়, প্রতিবারই কমবেশি এমন ঘটনা ঘটে। তাই এ বার মেলা কর্তৃপক্ষ ভাবনা বদল করেছেন। উদ্বোধনের দিন থেকেই কেনাবেচা শুরু হয়ে যাবে বইমেলায়।