আজ কলকাতা আন্তর্জাতিক বইমেলার শেষ দিন

৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ছবি: রাজীব বসু

কলকাতা: এ বছরের মতো শেষ হচ্ছে ঐতিহ্যবাহী কলকাতা বইমেলার আসর। আজ, মঙ্গলবার রাত ৮টায় পর্দা নামছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা-র। গত ২৮ জানুয়ারি শুরু হওয়া এই মেলা এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছে সল্টলেকের সেন্ট্রাল পার্ক ময়দানে। মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড মনে করছে, শেষ দিনে বইপ্রেমীদের ভিড় চোখে পড়ার মতো হবে।

এবারের বইমেলার থিম দেশ ছিল জার্মানি, যেখানে জার্মান সাহিত্যের নানা দিক তুলে ধরা হয়। তবে শুরু থেকেই বিতর্ক ঘিরে রেখেছিল মেলাকে। প্রতিবছর নিয়মিত অংশগ্রহণকারী বাংলাদেশ এই বছর মেলায় স্টল নেয়নি, যা নিয়ে নানা আলোচনা হয়েছিল। পাশাপাশি, এপিডিআর এবং বিশ্ব হিন্দু পরিষদকে স্টল না-দেওয়ার বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

তবে সব বিতর্ক ছাপিয়ে এবারের বইমেলা বইপ্রেমীদের জন্য এক উৎসব হয়ে উঠেছে। দেশ-বিদেশের লেখক, পাঠক, প্রকাশক, সাহিত্যপ্রেমীরা মেলায় ভিড় জমিয়েছেন। শেষ দিনে আরও একবার পাঠকের উন্মাদনায় মুখর হবে সল্টলেকের সেন্ট্রাল পার্ক।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক