বেলা বাড়তেই ফের ভিজছে কলকাতা, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা: বৃহস্পতিবার রাতভর বৃষ্টির পর শুক্রবার সকালে কলকাতার আকাশে দেখা মিলেছিল রোদের, বৃষ্টি থেমে যাওয়ায় সাময়িক স্বস্তি ফিরে এসেছিল শহরবাসীর মধ্যে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে, ফলে পুনরায় বিপাকে পড়তে হয়েছে শহরবাসীকে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং এই পরিস্থিতি পুজোর সময়ও চলতে পারে। আবহবিদদের মতে, বৃষ্টি এখনই বিদায় নিচ্ছে না। পুজোর সময় বর্ষাসুরের প্রভাব থেকে মুক্তি পাওয়ার আশা ক্ষীণ বলে মনে করছেন তারা।

উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

প্রতি বছর সাধারণত ১০ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্য থেকে বিদায় নেয়। তবে এ বছর মৌসুমি বায়ুর প্রভাব আরও কিছুদিন থাকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এর ফলে পুজোর সময় বৃষ্টির হাত থেকে রেহাই না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন