কলকাতা: ইংরাজি নববর্ষকে সামনে রেখে তিলোত্তমা কলকাতা উৎসবের আমেজে মেতে উঠেছে। সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় ভিড় দেখা গিয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পার্ক স্ট্রিট চত্বরে ভিড় আরও বাড়বে। সেই সঙ্গে বাড়বে যানবাহনের চাপও। শহরের রাস্তাকে যানজটমুক্ত রাখতে এবং জনসমাগম নিয়ন্ত্রণ করতে কলকাতা পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
ওয়ান ওয়ে রুট
কলকাতা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত তিনটে পর্যন্ত পার্ক স্ট্রিটের রাস্তা থাকবে ওয়ান ওয়ে। জওহরলাল নেহরু রোড বা চৌরঙ্গী এবং এজেসি বোস রোডের মধ্যবর্তী রাস্তা, শেক্সপিয়র সরণি, হো চি মিন সরণি, মিডলটন স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, এবং ক্যামাক স্ট্রিটেও গাড়ি চলবে একমুখী।
যে রাস্তা বন্ধ থাকবে
রয়েড এবং ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটে গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। পার্ক স্ট্রিট এবং রাসেল স্ট্রিট ক্রসিং থেকে রাসেল স্ট্রিটে ডানদিকে মোড় নেওয়া যাবে না।
পার্কিং নিষেধাজ্ঞা
যানজট এড়াতে পার্কিংয়ের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, কিড স্ট্রিট, রাসেল স্ট্রিট, রয়েড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই স্ট্রিট এবং উড স্ট্রিটের বিস্তীর্ণ অংশে গাড়ি রাখা যাবে না। তবে কিছু নির্দিষ্ট অংশে পার্কিংয়ের অনুমতি রয়েছে।
বর্ষশেষের রাতে রেস্তরাঁ, ডিস্কো এবং পাবের সামনে গাড়ির ভিড় বাড়তে পারে। যানজট এড়াতে লালবাজারের তরফে সুনির্দিষ্ট জায়গাগুলিতে পার্কিং নিষিদ্ধ করার তালিকা প্রকাশ করা হয়েছে।