চলতি আইপিএলের প্রথম দুটি ম্যাচে তেমন দাপট দেখাতে পারেননি আন্দ্রে রাসেল। এরমধ্যে খবর, আরসিবি-র বিরুদ্ধে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছেন রাসেল। এতেই চিন্তার ভাঁজ পড়েছে নাইটদের কপালে।
রাসেলের চোটের বিষয়ে জানিয়েছেন স্বয়ং কলকাতা নাইট রাইডার্সের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। এদিন ম্যাচের শেষে তিনি বলেন, ‘ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনে ডাইভ দিয়েছিল রাসেল। তখনই কাঁধে সামান্য চোট লাগে ওর। কিন্তু ওকে মাঠ থেকে তুলে নেওয়া যায়নি। ও চাইছিল ম্যাচটা জেতার জন্য শেষ চেষ্টা করতে’।
তিনি আরও বলেন, ‘তবে রাসেল সেটা পারেনি। এই ধরণের লো-স্কোরিং ম্যাচে এমন বিষয় হয়েই থাকে’। শুক্রবার পঞ্জাব কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। উল্লেখ্য, প্রথম ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলেও দ্বিতীয় ম্যাচে আরসিবির কাছে হেরে গিয়েছে নাইটরা। এরমধ্যে রাসেলের চোট আরও চিন্তা বাড়িয়ে দিল নাইট শিবিরে। যদিও রাসেল শুক্রবার মাঠে নামতে পারবেন কি না সেটা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।