কলকাতা মেট্রো অ্যাপে এ বার একাধিক যাত্রীর টিকিট কাটার সুবিধা

এ বার থেকে কলকাতা মেট্রোর নিজস্ব অ্যাপ ‘মেট্রো রাইড কলকাতা’-তে একসঙ্গে চার জন পর্যন্ত যাত্রীর জন্য কিউআর কোড যুক্ত টিকিট কাটার সুযোগ চালু হল। বৃহস্পতিবার থেকে এই পরিষেবা শুরু হয়েছে।

এর আগে শুধু বুকিং কাউন্টার থেকে পাওয়া কিউআর কোড টিকিটে এই সুবিধা মিলত। এখন থেকে যাত্রা শুরুর আগেই স্মার্টফোনে অ্যাপ ব্যবহার করে একাধিক টিকিট অনলাইনে কাটা যাবে। টিকিট মোবাইলে চলে এলে যাত্রী সহযাত্রীদের নিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন।

তবে, মোবাইল ব্যবহারকারী যাত্রীকেই স্টেশনের স্বয়ংক্রিয় গেটের স্ক্যানারে কিউআর কোড দেখাতে হবে। প্রথমে বাকিরা একে একে ঢুকবেন বা বেরোবেন, শেষে সেই যাত্রী নিজে প্রবেশ বা প্রস্থান করবেন।

পরীক্ষামূলকভাবে এখন এই টিকিট অন্যকে পাঠানোর সুবিধাও রাখা হয়েছে, যদিও সবাইকে একসঙ্গে সফর করতে হবে।

এ ছাড়াও, নতুন যাত্রীদের সুবিধার্থে অ্যাপে লগইন করার জন্য চালু হয়েছে চার সংখ্যার পিন ব্যবস্থা। চাইলে পুরনো ব্যবহারকারীরাও পাসওয়ার্ডের বদলে এই নতুন পিন ব্যবহার করতে পারবেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক