মহালয়ার দিন রবিবারেও বাড়তি মেট্রো, ব্লু লাইনে চলবে ১৮২ ট্রেন

শারদোৎসবের আমেজে মহালয়াই যেন বাঙালির কাছে পুজোর আসল সূচনা। সেই দিনেই যাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নিল কলকাতা মেট্রো। রবিবার হওয়া সত্ত্বেও ২১ সেপ্টেম্বর মহালয়ার দিন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইনে চলবে মোট ১৮২টি মেট্রো। সাধারণত অন্যান্য রবিবার এই সংখ্যাটা থাকে ১৩০।

প্রথম মেট্রোর সময় এগোনো হল

সপ্তাহের অন্যান্য দিনের মতোই মহালয়ার দিন সকাল থেকেই মেট্রো পাওয়া যাবে।

  • দক্ষিণেশ্বর ও নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে
  • দমদম থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে
  • মহানায়ক উত্তমকুমার থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে
  • শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৪ মিনিটে

দিনের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

যাত্রীদের জন্য বড় স্বস্তি

মহালয়ার দিন পুজোর শেষ মুহূর্তের কেনাকাটার জন্য শহরের পথে ভিড় রেকর্ড গড়বে বলেই ধারণা। তাই ১৫ মিনিট অন্তর অপেক্ষার বদলে দ্রুত মেট্রো পরিষেবা মিলবে। কলকাতা মেট্রোর বিজ্ঞপ্তিতে এই ঘোষণা হওয়ায় খুশি যাত্রীরা।

প্রশাসনের দাবি

নবান্ন ও মেট্রো কর্তৃপক্ষের মতে, পুজোর মরশুমে মানুষের বাড়তি ভিড় সামাল দিতেই এই পদক্ষেপ। এতে যাত্রীদের যাতায়াত যেমন আরামদায়ক হবে, তেমনি উৎসবের আবহও শান্তিপূর্ণভাবে কাটবে।

Related posts

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা

দেশের ৬ মেট্রো শহরের মধ্যে কলকাতায় সবচেয়ে কম পথদুর্ঘটনা, তথ্য কলকাতা পুলিশের রিপোর্টে

চেতলা অগ্রণীর পুজোয় অগ্নিকাণ্ড, বন্ধ দর্শনার্থীদের প্রবেশ