সব মেট্রো রুটে মোবাইল অ্যাপে কাটা যাবে কিউআর টিকিট, ছাড়ও দিচ্ছে কর্তৃপক্ষ

আমার কলকাতা মেট্রো অ্যাপ

কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য বড় সুখবর। এবার থেকে সব মেট্রো রুটেই মোবাইল ফোনে কাটা যাবে কিউআর টিকিট। পাশাপাশি কাগজের কিউআর টিকিটও পাওয়া যাবে। মেট্রোর নিজস্ব ‘আমার কলকাতা মেট্রো অ্যাপ’ ব্যবহার করেই যাত্রীরা এই টিকিট বুক করতে পারবেন।

আগে শুধুমাত্র গ্রিন, ব্লু ও অরেঞ্জ লাইনেই এই পরিষেবা মিলত। তবে মঙ্গলবার থেকে পার্পেল ও ইয়োলো লাইনে মিলবে মোবাইল কিউআর টিকিট কাটার সুবিধা। ফলে এখন থেকে শহরের সব রুটেই এই পরিষেবা পাওয়া যাবে।

পুজোর ভিড় মাথায় রেখে সিদ্ধান্ত

পুজো আর বাকি মাত্র একমাস। এই সময়ে শহরে বাড়তি ভিড় জমে, টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন পড়ে। সম্প্রতি নতুন তিনটি মেট্রো লাইন চালু হওয়ার ফলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রী চলাচল আরও বেড়েছে। এই ভিড় সামলাতেই নতুন সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।

মোবাইল কিউআর টিকিটের জনপ্রিয়তা বাড়ছে

মেট্রো সূত্রে জানা গিয়েছে, সোমবার একদিনে ২৩,৪৮২ জন যাত্রী মোবাইল কিউআর টিকিট কেটেছেন। যা গত সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণ। আগের সোমবার এই সংখ্যা ছিল ১১,৭৮৭।

যাত্রীদের সুবিধা:

  • লাইনের ভিড় এড়িয়ে যাত্রার আগেই টিকিট কাটা যাবে।
  • সময়ের পাশাপাশি বাঁচবে খরচও।
  • মিলবে ৫% ছাড় টিকিট মূল্যের উপর।
  • কাগজের কিউআর টিকিটও পাওয়া যাবে যারা অ্যাপ ব্যবহার করতে চান না তাদের জন্য।

মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, নতুন লাইন খোলার পর ভিড় নিয়ন্ত্রণে রাখতে অ্যাপ ব্যবহার করে টিকিট কেনার জন্য মেট্রো স্টেশনগুলিতে নিয়মিত ঘোষণা করা হচ্ছে।

Related posts

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা

দেশের ৬ মেট্রো শহরের মধ্যে কলকাতায় সবচেয়ে কম পথদুর্ঘটনা, তথ্য কলকাতা পুলিশের রিপোর্টে

চেতলা অগ্রণীর পুজোয় অগ্নিকাণ্ড, বন্ধ দর্শনার্থীদের প্রবেশ