মেট্রোয় সোম থেকে আবারও ওনলি ‘স্মার্ট কার্ড ‘, বন্ধ হচ্ছে টোকেন

ফের একবার করোনার বাড় বাড়ন্ত আর তাই ফের একবার সাধারণ মানুষের একটা বৃহৎ অংশের জন্য বন্ধ হল মেট্রো রেল এর দরজা।

রবিবার নবান্নের সিদ্ধান্ত অনুযায়ী মেট্রো রেল এর তরফেও সিদ্ধান্ত হয়েছে সোমবার থেকে বন্ধ রাখা হবে টোকেন।

মেট্রোর তরফে জানানো হয়েছে, আপাতত সুধুমাত্র স্মার্ট কার্ড দিয়েই করা যাতায়াত।

এছাড়াও আগের বারের মতোই এবারও মেট্রো চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। তবে সন্ধ্যা ৭ টার পরে লোকাল ট্রেন বন্ধ হলেও মেট্রো চলবে তার স্বাভাবিক সময় সূচি মেনে। এমনটাই জানিয়েছেন মেট্রো রেল এর জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক