বড়দিনের ভিড় সামাল দিতে চলবে বাড়তি মেট্রো

কলকাতা: বড়দিন উপলক্ষে বাড়তি ভিড় সামাল দিতে চলবে বাড়তি মেট্রো। এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

বড়দিন উপলক্ষে পার্কস্ট্রিট, ক্যাথিড্রাল, চিড়িয়াখানা, গড়ের মাঠ, জাদুঘরে উপচে পড়া ভিড়। আর এসব জায়গায় যাওয়ার অন্যতম মাধ্যম কলকাতা মেট্রো। চার উপর এ বার বড়দিন পড়েছে রবিবার। রবিবার নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগেই শুরু হবে মেট্রো চলাচল। রাতের শেষ ট্রেনও ছাড়বে অনেকটা দেরি করে।

পরিস্থিতি বিবেচনায় রেখে ১৩০টির জায়গায় বড়দিনে ২০৪টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল। নর্থ-সাউথ করিডরে অতিরিক্ত ভিড় সামল দিতে রবিবার বড়দিনের দিন চলবে বাড়তি মেট্রো। রবিবার হলেও দুপুর ১টা ২০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৮ মিনিটের ব্যবধানে মিলবে মেট্রো।

ওই দিন দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৫ মিনিটে। কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রোর সময় বদলে করা হচ্ছে ১০.৩৮। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে ১০টা ৪০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো ১০টা ৫০ মিনিটে ছাড়বে। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো ১০টা ৫০ মিনিটে ছাড়বে।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে