কলকাতা: সাতসকালে আবারও বিভ্রাটের শিকার হল কলকাতা মেট্রো। দমদম থেকে কবি-সুভাষ লাইনে পরিষেবা থমকে যায়, যার ফলে শোভাবাজার স্টেশনে নেমে যেতে বাধ্য করা হয় যাত্রীদের। স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সকলকে। স্টেশনগুলির বোর্ডে পরিষ্কারভাবে লেখা হয় ‘পরিষেবা বন্ধ’।
সকাল ৭টা ৫ মিনিটে দমদম থেকে ছাড়া একটি মেট্রো শোভাবাজারে পৌঁছেই থেমে যায়। স্টেশন এবং ট্রেনের মধ্যে ঘোষণা করা হয়, পরিষেবা আপাতত বন্ধ। এতে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী ও অফিসযাত্রীদের চরম সমস্যায় পড়তে হয়।
পরিষেবা বন্ধ থাকায় শ্যামবাজার, বেলগাছিয়া, এবং চাঁদনী চক স্টেশনে যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষা করেও ব্যর্থ হন। নির্দিষ্ট সময়ে ট্রেন না আসায় স্টেশনগুলোতে অসন্তোষ বাড়তে থাকে। বহু যাত্রী বিকল্প পরিবহণ হিসেবে বাস বা ট্যাক্সি ধরার চেষ্টা করেন।
মেট্রোর পক্ষ থেকে এখনও পরিষেবা ব্যাহত হওয়ার সঠিক কারণ জানানো হয়নি। সকালে ব্যস্ত সময়ে এই ধরণের বিভ্রাটে যাত্রীদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।