কলকাতা: দীপাবলির পরেই আসছে ছটপুজো, আর এই বিশেষ উপলক্ষে কলকাতা মেট্রো যাত্রীদের জন্য তাদের পরিষেবা সংক্রান্ত বিশেষ পরিকল্পনা ঘোষণা করল। বুধবার মেট্রো রেলের চিফ পাবলিক রিলেশন অফিসার কৌশিক মিত্র এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
ব্লু লাইনে ছটের বিশেষ ট্রেন পরিষেবা
ছটপুজোর দিন, অর্থাৎ বৃহস্পতিবার, ব্লু লাইনে আপ-ডাউন মিলিয়ে মোট ২৩৬টি ট্রেন চালাবে কলকাতা মেট্রো।
- সকালে দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে ট্রেন চলবে যথাক্রমে সকাল ৬টা ৫০ মিনিটে, সকাল ৬টা ৫৫ মিনিটে, এবং সকাল ৭টায়।
- রাতের শেষ ট্রেন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত ৯টা ২৮ মিনিটে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত ৯টা ৩০ মিনিটে এবং দমদম থেকে কবি সুভাষ রাত ৯টা ৪০ মিনিটে চলবে।
- স্পেশাল নাইট সার্ভিস হিসেবে কবি সুভাষ এবং দমদম থেকে রাত ১০টা ৪০ মিনিটে শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে, যেমন প্রতিদিনের নির্ধারিত সময়ে চলে।
গ্রিন লাইন-১ সার্ভিস
গ্রিন লাইনের যাত্রীদের জন্যও ৯০টি ট্রেন পরিষেবা থাকবে ছটের দিন। সকাল ৬টা ৫৫ মিনিট থেকে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের মধ্যে চলবে। রাতের শেষ মেট্রো থাকবে রাত ৯টা ৩৫ মিনিটে শিয়ালদহ থেকে এবং রাত ৯টা ৪০ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ।
অন্যান্য লাইনের পরিষেবা
এছাড়াও গ্রিন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক মেট্রো পরিষেবা পাওয়া যাবে ছটপুজোর দিন।