সুখবর! বৃহস্পতিবার থেকে ট্রায়াল রান শুরু জোকা-তারাতলা মেট্রোয়

কলকাতা: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী বৃহস্পতিবার জোকা থেকে তারাতলা মেট্রো ট্রায়াল রান!

ইতিমধ্যেই লাইন বসানো হয়েছে জোকা ডিপো থেকে তারাতলা অবধি। এই অংশে মেট্রোর স্টেশন বিল্ডিং নির্মাণের কাজ শেষ। এ বার এই পথে শুরু হতে চলেছে মেট্রোর ট্রায়াল রানের কাজ। তবে পূর্ণ মাত্রায় পরিষেবা চালু হতে পারে আগামী বছর। কারণ, ট্রায়াল রানের পরও কিছু কাজ থাকে।

জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চালু হলে এই রুটের যান-জট যন্ত্রণা অনেকটাই কমবে বলে আশা করছেন অনেকেই। পাশাপাশি বাড়বে সুলভ ও সহজলভ্য গণপরিবহণের বিকল্প।

মেট্রো রেল সূত্রে খবর, জোকা থেকে তারাতলা পর্যন্ত আপ-ডাউন দু’দিকেই মেট্রোর লাইন পাতার কাজ শেষ হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে থার্ড লাইন তৈরির কাজও শেষ। তবে শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে হয়ত একটি লাইন ধরেই আপ ডাউনের মেট্রো চলাচল করবে। জোকা-বিবাদীবাগ মেট্রো বলা হলেও আসলে তা জুড়বে এসপ্লানেডকেও।

কিন্তু, জোকা-তারাতলা রুটে মেট্রো চলাচল শুরু হলেও জোকা-এসপ্ল্যানেড রুটে কবে মেট্রো চলবে তা জানা নেই। কারণ, মাঝেরহাট স্টেশনের কাজ শেষ না হলে শুরু হবে না জোকা-বিবাদী বাগ মেট্রো পরিষেবা। আর সেই কাজ শেষ হতে লাগবে অন্তত দু’বছর। ফলে এই সময়ের মধ্যে জোকা-বাবাদী বাগ মেট্রো চলার কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন: বিজেপি কর্মীদের বাড়ি বুলডোজার পাঠালে কেমন হতো? নবান্ন অভিযানে সরকারি সম্পত্তি ধ্বংস নিয়ে কড়া প্রতিক্রিয়া মহুয়ার

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক