৮ ও ৯ মার্চ শনিবার ও রবিবার কলকাতা মেট্রোর গ্রিন লাইনে পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। ইস্ট-ওয়েস্ট করিডরে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত কোনও ট্রেন চলবে না।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুই দিন কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (CBTC) সিস্টেমের কাজ চলবে। ফলে যাত্রীদের বিকল্প পরিবহনের ব্যবস্থা নিতে হবে। এছাড়াও, ৭ মার্চ শুক্রবার সন্ধ্যা ও ১০ মার্চ সোমবার সকালেও পরিষেবায় আংশিক প্রভাব পড়বে।
৭ মার্চ শুক্রবার শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের শেষ মেট্রো সন্ধ্যা ৭:০৩-এ ছাড়বে, যা অন্য দিন রাত ৯:৩৫-এ ছাড়ে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো সন্ধ্যা ৭:০৫-এ ছাড়বে, যা সাধারণত রাত ৯:৪০-এ ছাড়ে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো রাত ৯:৪৫-এর বদলে সন্ধ্যা ৭:০০-তে ছাড়বে।
১০ মার্চ সোমবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের প্রথম মেট্রো সকাল ৮:০৫-এ ছাড়বে, যা সাধারণত সকাল ৭:০৫-এ ছাড়ে। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো সকাল ৮:১৫-তে ছাড়বে, যা সাধারণত সকাল ৬:৫৫-এ ছাড়ে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো সকাল ৮:০০-তে ছাড়বে, যা সাধারণত সকাল ৭:০০-তে ছাড়ে।
ব্লু লাইনের মেট্রো (দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া) স্বাভাবিক থাকবে। এর আগেও ফেব্রুয়ারিতে দু’দফায় গ্রিন লাইনের পরিষেবা বন্ধ ছিল। ফের এই সপ্তাহান্তেও যাত্রীদের সমস্যায় পড়তে হবে।