কলকাতার সব দোকানেই বাংলায় নামফলক বাধ্যতামূলক, ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের

রাজ্যের ৮৬ শতাংশ মানুষ বাংলাভাষী, অথচ কলকাতার প্রায় ৯৯ শতাংশ দোকানের নামফলকে বাংলা লেখা নেই! এই বৈপরীত্য দূর করতেই এবার কলকাতা পুরসভা বড় সিদ্ধান্ত নিল।

পুরসভার মাসিক অধিবেশনে মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ঘোষণা করেন, কলকাতা পুরসভার অধীনে থাকা সমস্ত দোকান, বাজার, শপিং মল—সর্বত্র বাংলায় লেখা নামফলক বাধ্যতামূলক করা হচ্ছে।

ফিরহাদ হাকিম স্পষ্ট করেছেন, “বাংলায় লেখা বাধ্যতামূলক। তবে শুধু বাংলায় লিখতে হবে, এমন নয়। অন্য ভাষা রাখা যাবে, কিন্তু বাংলাকে রাখতে হবেই।”

অধিবেশনে ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী বিষয়টি তোলেন। তিনি জানান, শহরের অধিকাংশ দোকানে বাংলায় কোনও নামফলক নেই। তাঁর প্রস্তাবেই বিষয়টি আলোচনায় আসে। মেয়রের জবাব: বাংলাকে অগ্রাধিকার দেওয়া ছাড়া উপায় নেই।

সূত্রের খবর, লাইসেন্স পুনর্নবীকরণ বিভাগকে বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও দোকান মালিক বা মল কর্তৃপক্ষ যদি নিয়ম মানতে অস্বীকার করেন, তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

শুধু কলকাতা নয়, নিউটাউনেও শিগগিরই বাংলায় লেখা নামফলক বাধ্যতামূলক করা হবে। ইতিমধ্যেই এই বিষয়ে বৈঠক হয়েছে। নিউটাউন শহরের সমস্ত দোকানেও বাংলা রাখতে হবে নামফলকে।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের