আজ থেকে কলকাতা পুরসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। তিন দিন ধরে চলবে এই অধিবেশন।
এ দিন বাজেট পেশ করবেন মেয়র ফিরহাদ হাকিম। আগামী সোমবার ও মঙ্গলবার বাজেট নিয়ে আলোচনা হবে, যেখানে অংশ নেবেন তৃণমূল, বিজেপি, কংগ্রেস এবং বামেদের কাউন্সিলররা।
প্রসঙ্গত, এবারের পূর্ণাঙ্গ বাজেটই শেষ বাজেট হিসাবে পেশ করবেন ফিরহাদ হাকিম। কারণ, আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচনের পরেই কলকাতা পুরসভা ভোট অনুষ্ঠিত হবে। তাই এই বাজেটকে ঘিরে রাজনৈতিক মহলে বিশেষ উৎসাহ দেখা যাচ্ছে। বাজেটে শহরের পরিকাঠামো উন্নয়ন, পানীয় জল, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা সংস্কার এবং অন্যান্য নাগরিক পরিষেবা সংক্রান্ত কী পরিকল্পনা নেওয়া হয়, সেদিকে নজর থাকবে বিরোধীদেরও।