শনিবার কলকাতার একাংশে পানীয় জলের সরবরাহ বন্ধ, জানুন বিস্তারিত

কলকাতা: আগামীকাল পূর্ব ও দক্ষিণ পূর্ব কলকাতার একাংশে পানীয় জল বন্ধ। ধাপা জয়হিন্দ প্রকল্পে সংস্কারের জন্য শনিবার সাময়িক পানীয় জলের সরবরাহ বন্ধ থাকবে।

শহরের একাংশে শনিবার সকাল ১০টা পর্যন্ত জল থাকবে। তবে, ১০টার পর থেকে রবিবার সকাল পর্যন্ত পানীয় জল সরবারহ বন্ধ রাখবে কলকাতা পুরসভা। রবিবার থেকে পানীয় জল পরিষেবা স্বাভাবিক হবে। জয়হিন্দ জল প্রকল্পের পাইপলাইনের লিকেজ, ভালভ সারানোর কাজের জন্যই নির্দিষ্ট এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে।

জানা গিয়েছে, পিকনিক গার্ডেন থেকে নিউ গড়িয়া পর্যন্ত মূলত ইএম বাইপাস লাগোয়া দু’দিকের ১৮টি ওয়ার্ডে জল সরববরাহ বন্ধ থাকবে। পরিষেবা ব্যাহত হবে পিকনিক গার্ডেন, আনন্দপুর, মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, গিরিন্দ্রশেখর রোড, মেট্রোপলিটন, তপসিয়া, চায়না টাউন, আরপপোতা, দুর্গাপুর, বাঘা যতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চসায়র, পঞ্চান্নগ্রাম, সার্ভে পার্ক এলাকায়।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক