সাধনা দাস বসু : কলকাতার ঐতিহ্যবাহী হগ মার্কেট বা নিউ মার্কেটের সংস্কারের কাজ শুরু হচ্ছে। মধ্য কলকাতার দেড়শো বছরের পুরনো ঐতিহাসিক এই বাজার সংস্কারের উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। বিশাল এই বাজার সংস্কারের জন্য বিপুল টাকা খরচ হবে। সেই জন্য রাজ্য সরকারের আর্থিক সাহায্যের প্রয়োজন ছিল। ইতিমধ্যেই এই মর্মে রাজ্য সরকারের তরফে সবুজ সংকেত মিলেছে। বুধবার কলকাতা পুরসভায় মেয়র পারিষদ বৈঠকে নিউ মার্কেট সংস্কারের প্রস্তাব উত্থাপন করা হয় এবং তাতে সম্মতি পাওয়া যায়।
হেরিটেজ এই ভবনের সংস্কারের কাজে প্রযুক্তিগত সহযোগিতা দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই ব্যাপারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নেওয়া হয়েছে। সেই পরামর্শ অনুযায়ী কলকাতা পুরসভা বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট তৈরি করেছে। এই বাজার যাতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত না হয়, সেভাবেই সংস্কারের কাজ করা হবে বলে জানা গেছে। লন্ডনের বিগ বেনের আদলে নিউ মার্কেট চত্বরে একটি ঘড়ি বসানো হয়। দীর্ঘ দিন ধরে ঘড়িটি অচল হয়ে রয়েছে। এবার সেই ঘড়িটিকেও সচল করার ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার মেয়র পরিষদ বাজার, আমিরউদ্দিন ববি নিউ মার্কেট ঘুরে দেখেন। কোন কোন অংশে ক্ষয় ধরেছে, কোথায় কোথায় ভেঙে পড়ছে – সব খুঁটিয়ে দেখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিল্ডিং, বাজার ইঞ্জিনিয়ারিং, হেরিটেজ সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা।
আমিরউদ্দিন ববি জানিয়েছেন, নিউমার্কেট সংস্কারের কাজে ২৬ কোটি টাকা ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই এই কাজের জন্য রাজ্য সরকারের কাছ থেকে ১৩ কোটি টাকা পাওয়া গেছে। সংস্কার বাবদ রাজ্য সরকারের কাছ থেকে আরও অর্থ পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। প্রয়োজনে পুরসভার তহবিল থেকেও অর্থ বরাদ্দ করা হবে। সংস্কারের কাজ আগামী বছরের গোড়ার দিকে শুরু হবে।