সামনেই কলকাতা পুরসভার নির্বাচন। আগামী ১৯ডিসেম্বর হবে ভোট গ্রহণ। তার ঠিক দুদিন আগে ১৭ডিসেম্বর শেষ হচ্ছে প্রচার পর্ব। আর শেষ বেলার এই ভোট প্রচারের অন্যতম আকর্ষণ হতে চলেছেন তৃণমূল নেত্রী স্বয়ং। রাজনৈতিক মহলের মতে এই নির্বাচনেও বিরোধীদের দুরমুশ করে তৃনমূলের জয় কেবলই সময়ের অপেক্ষা। কলকাতা পুরসভার মোট ১৪৪টি আসনের মধ্যে বেশিরভাগটাই যাবে নিজেদের দখলে। এই নির্বাচনেও বাম কিংবা কংগ্রেস এর অবস্থা হবে অনেকটাই বিধানসভা ভোটের ফলের মতোই। এমনটাও অনুমান করছে রাজনৈতিক বোদ্ধাদের একাংশ।
প্রচার পর্বের শুরুর দিকে সেভাবে বড় কোনও সভা বা মিটিং মিছিল চোখে না পড়লেও সময় যত এগিয়ে আসছে, ভোট উত্তাপও ততই বাড়তে শুরু করেছে। আর এরই রেশ ধরে বলা যায়, পুর ভোটের প্রচারেও নামতে চলেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পড়শী রাজ্য ত্রিপুরায় সদ্য সমাপ্ত হওয়া পুর নির্বাচনেও জোর কদমে ঝাঁপিয়ে ছিল তৃণমূল। সেখানে বার বার ছুটে গিয়েছেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃনমূলের প্রায় সব শীর্ষ নেতৃত্ব। কিন্তু ত্রিপুরার পুর নির্বাচনে একবারের জন্যও যাননি বাংলার মুখ্যমন্ত্রী। এমনকি সেখানকার নির্বাচন নিয়ে সেভাবে কোনও বিবৃতিও দিতে দেখা যায়নি নেত্রীকে। কিন্তু তার ঠিক পরপরই কলকাতার এই পুর নির্বাচনে কিন্তু অন্য ছবি দেখা যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল।
এখনও পর্যন্ত তৃণমূলের তরফে যে সূচি পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে প্রচারের একেবারে শেষ লগ্নে দলের হয়ে সভা করতে পারেন তৃণমূল সুপ্রিমো স্বয়ং। সেক্ষেত্রে প্রাথমিকভাবে নেত্রীর প্রচারের যে সূচি তৈরি করা হয়েছে, সেই সূচী অনুযায়ী দেখা যাচ্ছে, এবারের কলকাতা পুরভোট উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর শহরে তাঁর প্রথম জনসভা করবেন তৃণমূল নেত্রী। ১৬ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় মোট চারটি জনসভা করবার কথা রয়েছে নেত্রীর। বাঘাযতীন , যাদবপুর এবং টালিগঞ্জ ও বেহালায় জনসভা করবার কথা রয়েছে নেত্রীর।