কলকাতার পুরসভা নির্বাচনে প্রতিটা বুথে রাখতেই হবে সিসিটিভি : কলকাতা হাইকোর্ট

আগামী কলকাতা পুরভোট-২০২১ নিয়ে বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পুর নির্বাচন সংক্রান্ত এক মামলার প্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্ট পরিস্কার জানিয়ে দেয় আগামী ১৯ ডিসেম্বরের কলকাতা পুরনির্বাচনের দিন প্রতিটি ওয়ার্ডে অবশ্য়ই থাকতে হবে সিসিটিভি ক্য়ামেরা।


এই প্রেক্ষিতে মঙ্গলবার রাজ্য় নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এরই পাশাপাশি আরও নির্দেশে দেওয়া হয়েছে যে, পুরভোটের ক্ষেত্রে প্রতিটি বুথের পাশাপাশি স্ট্রং রুম গুলিতেও অবশ্য়ই রাখতে হবে সিসিটিভি।


এখানে উল্লেখযোগ্য়, এদিনের কলকাতা হাইকোর্টের এই নির্দেশের আগে পর্যন্ত রাজ্য় নির্বাচন কমিশন জানিয়েছিল , আগামী কলকাতা পুরভোটের ক্ষেত্রে ২৫ শতাংশ বুথে করা হবে সিসিটিভি ব্য়বহার। কমিশনের সেই ঘোষনার পরপরই ওই ঘোষনাকে চ্য়ালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থের মামলা।


মঙ্গলবার ছিল কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে বলেন, বিগত বিধানসভার নির্বাচনের পর থেকেই দেখা গিয়েছে রাজ্য়ে চলছে রাজনৈতিক হিংসার ঘটনা। সেই প্রেক্ষিতেই অশান্তি ও হিংসার ঘটনা এড়ানোর লক্ষ্য়েই অত্য়ন্ত প্রয়োজন পুলিশ বাহিনীকে আরও বেশি করে কাজে লাগান একংসঙ্গে জরুরি প্রতিটি বুথে সিসিটিভির ব্য়বহার। এখানেই উল্লেখযোগ্য়, কলকাতা পুরসভায় এবার মোট বুথের সংখ্য়া ৪হাজার ৮৪২টি। এছাড়াও অতিরিক্ত হিসেবে রয়েছে আরও ৩৬৫টি বুথ।


Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক