দুয়ারে কলকাতা পুরভোট। ইতিমধ্যেই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল, বাম কিংবা কংগ্রেস। কিন্তু এখনও পর্যন্ত নিজেদের প্রার্থী তালিকার নাম চূড়ান্ত করে উঠতে পারলনা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি!
সূত্রের খবর, বেশ কিছু ওয়ার্ডে প্রার্থী হিসেবে এখনও পর্যন্ত কাগজে কলমে লেখা রয়েছে একাধিক নাম। আর সেই সব নামের মধ্যে থেকেই কোনও একটা নামকে চূড়ান্ত করতে গিয়ে বিস্তর কাঠ-খড় পোড়াতে হচ্ছে বিজেপি রাজ্য নেতৃত্বকে। তবে এবার আর চমক নয়, ভরসা রাখা হচ্ছে দলের পুরোনোদের উপরেই।
জানা যাচ্ছে আজ সোমবারই কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি রাজ্য নেতৃত্ব। রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছিল বিধানসভা নির্বাচনের মত করে কলকাতা পুরভোটেও হয়তো বড় কোনও চমক দেবে বিজেপি, আর সেই কারণেই প্রার্থী তালিকা প্রকাশের ক্ষেত্রে এই বিলম্ব। কিন্তু শেষ পর্যন্ত যা জানা যাচ্ছে, এবার আর কোনও চমকের রাস্তায় যাচ্ছে না পদ্ম শিবির।
সেই অর্থে হাতে আর খুব বেশি সময় নেই। ১৯ ডিসেম্বর ভোট গ্রহণ হবে কলকাতায়। আর সেই দিকে নজর রেখে নভেম্বরের 28 তারিখ রবিবার নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে বিজেপি, এমনটাই ভাবছিল রাজ্যের রাজনৈতিক মহল। কিন্তু বাস্তবে দেখা গেল নাম চূড়ান্ত করতে ব্যার্থ বিজেপির পক্ষে এখনও তালিকা সামনে আনা সম্ভব হল না।