কলকাতা: বিভিন্ন স্কুলে প্রবল আতঙ্ক ছড়ায় সোমবার। কলকাতা-সহ জেলার একাধিক স্কুলে বোমা রাখার একটি ই-মেল এসেছিল। এই হুমকি-মেলকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়। তবে, এ ধরনের কোনো বোমাতঙ্কের বিষয় নেই বল জানিয়েছে কলকাতা পুলিশ।
আতঙ্ক ছড়ানোর জন্য ওই ভুয়ো মেইল পাঠানো হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে পুলিশের তরফে। মঙ্গলবার কলকাতা পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হল, ওই হুমকি-মেল ভুয়ো ছিল। তাই স্কুল কর্তৃপক্ষের ভয়ের কোনও কারণ নেই।
পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, আমাদের নজরে এসেছে যে শহরের বেশ কিছু স্কুলে বোমার উপস্থিতির হুমকি দিয়ে একটি ই-মেইল এসেছিল। আমরা শহরবাসীকে আশ্বস্ত করতে চাই যে, এই ইমেলটি একটি ভুয়ো মেইল। কোনও স্কুলের জন্যেই বিশ্বাসযোগ্য হুমকি নেই।
কলকাতা পুলিশের ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “এই ধরনের ভুয়ো হুমকি-মেল কে বা কারা পাঠাল, তার তদন্ত শুরু হয়েছে। একটি অভিযোগও দায়ের করা হয়েছে। আমরা সকলকে অনুরোধ করছি, দয়া করে গুজব ছড়াবেন না কিংবা ভয় পাবেন না। যে কোনও প্রয়োজনে আমরা স্কুলগুলির সঙ্গে রয়েছি।”