আরজি করের প্রতিবাদে। ছবি: রাজীব বসু
কলকাতা: আরজি কর নিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। ১৮ থেকে ২৪ পর্যন্ত তারিখ পর্যন্ত আরজি কর সংলগ্ন কোনও জায়গায় পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না।
বিজ্ঞপ্তি জারি করে লালবাজার জানিয়েছে, ভারতীয নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ (আগের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা) অনুযায়ী, ১৮ থেকে ২৪ পর্যন্ত তারিখ পর্যন্ত আরজি কর সংলগ্ন বেশ কিছু জায়গায় পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না
লালবাজারের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানা এলাকায় কয়েকটি রাস্তায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে— বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড়।