কলকাতার আইসিসিআর-এ শুরু হয়েছে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের অষ্টম বর্ষের ফটোগ্রাফি প্রদর্শনী। শুক্রবার (১৮ এপ্রিল) থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে রবিবার (২১ এপ্রিল) পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা এই প্রদর্শনী দেখতে পারবেন।
এই বছরের প্রদর্শনীতে প্রাপ্ত ছবি সংখ্যা উল্লেখযোগ্য। ক্লাবের সম্পাদক ইমন কল্যাণ সেন জানিয়েছেন, ৪০০-রও বেশি আলোকচিত্র অংশগ্রহণের অনুমতি পেয়েছে। এই প্রদর্শনী ছবিপ্রেমীদের জন্য একটি বড় সুযোগও বটে। প্রদর্শনী থেকে পছন্দের ছবি কেনার ব্যবস্থাও রয়েছে। ছবি প্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। ছবির বিক্রি থেকে প্রাপ্ত অর্থের ৬০ শতাংশ যাবে সংশ্লিষ্ট ফটোগ্রাফারের হাতে, আর ৪০ শতাংশ ক্লাবের উন্নয়নের জন্য ব্যবহার করা হবে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক ইমন কল্যাণ সেন, আজীবন সদস্য সমীর গোস্বামী, শম্ভু সেন, সভাপতি প্রান্তিক সেন সহ অন্যান্য বিশিষ্ট সদস্যরা। এবারের প্রদর্শনীর বিশেষ আকর্ষণ কলকাতা পুলিশের অংশগ্রহণ। পেশাগত ব্যস্ততা সত্ত্বেও কলকাতা পুলিশের একাধিক সদস্য তাঁদের তোলা ছবি এই প্রদর্শনীতে তুলে ধরেছেন। তাঁদের পাশাপাশি সমাজের নানা স্তরের মানুষেরাও নিজেদের ক্যামেরাবন্দি মুহূর্তগুলি শেয়ার করেছেন।
ক্লাবের সম্পাদক ইমন কল্যাণ সেন আরও জানান, “এই মঞ্চ শুধু পেশাদারদের জন্য নয়, যাঁরা নেশা ও ভালবাসা থেকে ফটোগ্রাফি করেন, তাঁরাও এখানে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এই প্রদর্শনী তাঁদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠছে।”
ছবির মাধ্যমে সমাজের নানা দিক তুলে ধরার এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই আগ্রহ দেখা গিয়েছে সাধারণ দর্শকদের মধ্যে। প্রদর্শনী ঘিরে শেষ সপ্তাহান্তে ভিড় বাড়বে বলেই মনে করছেন আয়োজকরা।