কলকাতা: কালীপুজোয় কলকাতা পুলিশ প্যান্ডেল এবং আশেপাশে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগী। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি দিয়ে, মাইক্রোফোন ও সাউন্ড বক্স ব্যবহারের সময়সূচি ও অনুমোদিত শব্দের সীমা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার কালীপুজোর দিন থেকে রবিবার পর্যন্ত সকাল ৭টা থেকে ১১টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পুজো প্যান্ডেলে মাইক্রোফোন ও সাউন্ড বক্স ব্যবহার করা যাবে। এছাড়া প্যান্ডেলের বাইরে রাস্তায় কোনও ধরনের সাউন্ড সিস্টেমের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
দিনের বেলায় শিল্পাঞ্চলে শব্দের সর্বোচ্চ সীমা ৭৫ ডেসিবেল, বাজারে ৬৫ ডেসিবেল এবং বসতি এলাকায় ৫৫ ডেসিবেল রাখা হয়েছে। হাসপাতাল ও সংলগ্ন এলাকায়, যেগুলো সাইলেন্স জোন হিসেবে বিবেচিত, সেখানে শব্দের সীমা ৫০ ডেসিবেল। রাতের সময় শিল্পাঞ্চলে সর্বোচ্চ ৭০ ডেসিবেল, বাজারে ৫৫ ডেসিবেল এবং সাইলেন্স জোনে ৪০ ডেসিবেল রাখা বাধ্যতামূলক।
কলকাতা পুলিশ জানিয়েছে, নিয়ম ভঙ্গ হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।