‘স্বচ্ছ ভারত মিশন’-এ দেশের মধ্যে সেরা গণ শৌচালয় শহর কলকাতায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে কলকাতা পুরসভাকে আনুষ্ঠানিকভাবে ওডিএফ (ওপেন ডিফেকেশন ফ্রি) প্লাস সার্টিফিকেট দেওয়া হয়েছে। অর্থাৎ কলকাতার কোনও ওয়ার্ডেই খোলা জায়গায় শৌচকর্ম হয় না। শুধু তাই নয়, পুরসভার অধীনে প্রতিটি শৌচালয়কে স্বাস্থ্যসম্মত বলে স্বীকৃতি দিয়েছে কেন্দ্র।
মহানগরে বর্তমানে রয়েছে ৪৭৮টি গণ শৌচালয়, যার মধ্যে মহিলাদের জন্য নির্দিষ্ট শৌচালয় প্রায় ১৭টি। এগুলি বেসরকারি সংস্থার তদারকিতে পরিচালিত হয়। কয়েক মাস আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা কলকাতার বিভিন্ন গণ শৌচালয় সরেজমিনে পরিদর্শন করেছিলেন। তাঁদের রিপোর্টের ভিত্তিতেই এই স্বীকৃতি দিল কেন্দ্র।
পুরসভা সূত্রে খবর, কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে নতুন গণ শৌচালয় তৈরি করা হবে। পাশাপাশি ইএম বাইপাস থেকে কামালগাজি পর্যন্ত রাস্তাজুড়ে তৈরি হবে আরও ৯টি নতুন শৌচালয়। পুরসভার পরিকল্পনায় রয়েছে শহরের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত মহিলাদের জন্য আরও শৌচালয় তৈরি করার। এর জন্য সরকারি জমি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।
এই সার্টিফিকেট হাতে পাওয়ায় পুরসভার দাবি, নগরবাসীর জন্য আরও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।