রাতভর মেঘভাঙা বৃষ্টি, জলবন্দি কলকাতা! তৎপর পুরসভা, ১০ ঘণ্টায় স্বাভাবিক হওয়ার আশ্বাস মেয়রের

রাতভর মেঘভাঙা বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে কলকাতা ও শহরতলি। প্রতিপদ রাতে শুরু হওয়া বৃষ্টিতে পাঁচ ঘণ্টায় গড়ে ২৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দফতর। এর জেরে মঙ্গলবার সকাল থেকেই উত্তর থেকে দক্ষিণ কলকাতা সর্বত্র জলবন্দি মানুষ। ঘরে, গাড়িতে, এমনকি হাসপাতাল চত্বরে ঢুকে পড়েছে জল। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।

পুরসভার তৎপরতা

পরিস্থিতি মোকাবিলায় ভোর থেকে কলকাতা পুরসভায় বসে নজরদারি করছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, “রাস্তার জল নামানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পুরসভা সক্রিয়ভাবে কাজ করছে। তবে স্বাভাবিক হতে রাত ১০টা পর্যন্ত সময় লাগবে।” দুর্ঘটনা এড়াতে শহরবাসীকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি। মেয়রের দাবি, পুরসভার সব নিকাশি ব্যবস্থা সক্রিয় রয়েছে, কিন্তু ফের ভারী বৃষ্টি হলে পরিস্থিতি ভয়ংকর হতে পারে।

রেল ও মেট্রোয় অচলাবস্থা

টানা বৃষ্টিতে শিয়ালদহের রেললাইন জলের নিচে চলে গিয়েছে। ফলে শিয়ালদহ থেকে ট্রেন পরিষেবা আপাতত সম্পূর্ণ বন্ধ। উত্তর শাখায় দমদম থেকে কিছু ট্রেন চালু হলেও সকাল থেকে বাতিল বহু ট্রেন। যে ট্রেন চলছে, তা-ও অত্যন্ত ধীরগতিতে। অন্যদিকে, মেট্রো পরিষেবাতেও ব্যাঘাত ঘটেছে। জলের কারণে ভাঙা পথে সীমিত সংখ্যক ট্রেন চালানো হচ্ছে।

জলবন্দি কলকাতা

কলকাতার প্রায় সব রাস্তা এখন হাঁটু সমান বা তারও বেশি জলের নিচে। শহরের একাধিক বাড়িতে জল ঢুকে পড়েছে। ভেসে গিয়েছে বহু গাড়ি। সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অনেক এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে চিন্তা

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। ফলে কলকাতা কবে স্বাভাবিক ছন্দে ফিরবে তা নিয়ে আশঙ্কা বাড়ছে। দুর্গাপুজোর আগে এই প্রবল বর্ষণ শহরবাসীর উৎসবের আনন্দ মাটি করে দেবে কি না, সেই দুশ্চিন্তাও বাড়ছে।

Related posts

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা

দেশের ৬ মেট্রো শহরের মধ্যে কলকাতায় সবচেয়ে কম পথদুর্ঘটনা, তথ্য কলকাতা পুলিশের রিপোর্টে

চেতলা অগ্রণীর পুজোয় অগ্নিকাণ্ড, বন্ধ দর্শনার্থীদের প্রবেশ