মুম্বইয়ের দুষ্কৃতীদের ফাঁদে পা দিয়ে কলকাতায় ৬৬ লক্ষ টাকা সাইবার প্রতারণার শিকার এক মহিলা, গ্রেফতার ২

কলকাতার চারু মার্কেট থানা এলাকায় সাইবার দুষ্কৃতীদের হাতে ৬৬ লক্ষ টাকা প্রতারণার শিকার হলেন এক মহিলা। মুম্বইয়ের সাইবার গ্যাং নিজেদের দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে এই প্রতারণা চালায়। ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যেই মুম্বইয়ের দু’জন বাসিন্দাকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম ধনাজি জগন্নাথ শিন্ডে এবং বিনোদ পওয়ার।

প্রতারকরা প্রথমে ফোন করে মহিলার সঙ্গে কথা বলে এবং পরে ভিডিও কলে পুলিশের পোশাক পরে নিজেদের দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক হিসেবে পরিচয় দেয়। ভিডিও কলে অভিযুক্তরা মহিলাকে জানায় যে, তাঁর বিরুদ্ধে দিল্লি ও মুম্বই পুলিশে একাধিক এফআইআর দায়ের রয়েছে। এমনকি তাঁকে খুব শিগগিরই গ্রেফতার করা হবে বলেও হুমকি দেয়।

মহিলা আতঙ্কিত হয়ে এর কারণ জানতে চাইলে প্রতারকরা তাঁকে বাঁচার একটি উপায় হিসেবে টাকা দেওয়ার প্রস্তাব দেয়। তাঁকে বলা হয়, ৬৬ লক্ষ টাকা একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে পাঠালে সমস্ত অভিযোগ তুলে নেওয়া হবে এবং তিনি গ্রেফতারির হাত থেকে রেহাই পাবেন।

এই ঘটনার ভিত্তিতে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে মামলার তদন্তভার নেয় লালবাজারের গোয়েন্দা বিভাগ। তদন্তে উঠে আসে, মুম্বইয়ের একটি সাইবার গ্যাং এই প্রতারণার সঙ্গে যুক্ত। ধৃত দুই অভিযুক্তকে কলকাতার শিয়ালদহ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, এটি অপরাধের একটি নতুন ধরন। তদন্তে আরও জানা যায়, অভিযুক্তরা অত্যন্ত সুসংগঠিত এবং তাদের আরও সহযোগী থাকতে পারে। তদন্ত চলছে এবং গোয়েন্দারা এই চক্রের সম্পূর্ণ নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা করছেন।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের