শনিবার সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই সরকারি বাস। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
এ দিন সকাল ৬টা নাগাদ ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার মনোরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। এই দুর্ঘটনায় মৃত এক মহিলা-সহ দুই জন। আহত প্রায় ৪০ জন যাত্রী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। সেইসঙ্গে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সরকারি বাসটি। কী ভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গাড়িটির গতি কত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গাড়ির চালক সুস্থ অবস্থায় ছিলেন কিনা, কাউকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে কিনা, সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।