বুধবার মহরম, শহরের ট্রাফিক ও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ

কলকাতা: আজ, বুধবার মহরম উপলক্ষে শহরের নিরাপত্তা সুদৃঢ় করতে তৎপর কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের আওতাভুক্ত এলাকায় প্রায় ২৩০টি ছোট মিছিল এবং ১২টি বড় মিছিল বের হওয়ার কথা আছে। তার জন্য একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহরম উপলক্ষে বরাবরের মতো শহর কলকাতায় বের হচ্ছে একের পর মিছিল। কলকাতার বিভিন্ন রাস্তা দিয়ে এগোবে সেই মিছিলগুলি। লালবাজার সূত্রে, আজ বুধবার শহরজুড়ে প্রায় ৪ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন থাকছেন।

এ দিন শহরে কোথাও যাতে কোনওরকম বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, তার জন্য বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। এদিন নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছেন ৪ হাজারেরও বেশি পুলিশ কর্মী। পাশাপাশি রাস্তায় থাকছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।

কলকাতা পুলিশ সূত্রে খবর, স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে। সেই চিহ্নিত স্থানগুলিতে থাকবে যথেষ্ট পরিমাণে পুলিশ পিকেট। ২০০টি পুলিশ পিকেটিং থাকবে মহানগরীতে। কলকাতা পুলিশের পেট্রোলিং গাড়ি গোটা শহরে টহল দেবে।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের