শনিবার ছিল চলতি মরসুমের শীতলতম দিন। এক ধাক্কায় প্রায় তিন ডিগ্রি কমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রবিবার সামান্য বাড়লেও স্বাভাবিকের নিচেই রইল পারদ। একইসঙ্গে আগামী সাত দিনে রাজ্যে উল্লেখযোগ্য তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস—স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম। রবিবার তা বেড়ে হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। শীতের দাপট অনুভূত হলেও দিনের তাপমাত্রা তেমন বাড়েনি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি কম। রবিবার শহরের আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকবে। সকালে কিছু অংশে হালকা কুয়াশা দেখা গেলেও দুপুরের পর আর তার কোনও প্রভাব থাকবে না।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যজুড়ে শুকনো আবহাওয়া বিরাজ করবে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ না থাকায় উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করছে রাজ্যে। এই কারণেই তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে। আগামী সাত দিন উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই তাপমাত্রায় বড়সড় হেরফের হওয়ার সম্ভাবনা নেই। পারদ মোটের উপর স্থিতিশীল থাকবে। ফলে জাঁকিয়ে শীত অনুভব করতে হলে আরও কয়েক দিন অপেক্ষা করতে হতে পারে।
তবে উত্তুরে হাওয়ার প্রভাবে কুয়াশা বাড়ছে। বিশেষ করে উত্তরবঙ্গের সব জেলায় রবিবার ও সোমবার কুয়াশার সতর্কতা জারি করেছে দফতর। কুয়াশার ঘনত্বের কারণে দৃশ্যমানতা কমে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের মধ্যে নেমে আসতে পারে। এর ফলে যানবাহন চলাচল, বিশেষত ট্রেন পরিষেবায় সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।