শুষ্ক আবহাওয়ার শুরু, কবে আসবে শীত?

কলকাতা: গত সপ্তাহ থেকেই শীতের আমেজ রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার শুরু। দিনের তাপমাত্রা বাড়ছে। কমছে রাতের তাপমাত্রা। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ বাংলা জুড়ে। কবে আসবে শীত?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে এ রাজ্যে শীত শীত ভাব অনুভূত হওয়ারও সম্ভাবনা নেই। বর্তমানে যে উত্তুরে হাওয়া বঙ্গে প্রবেশ করছে, তা খুবই সামান্য ফলে ভোরবেলা যে শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই উধাও হয়ে যাচ্ছে। ফলে বাড়ছে তাপমাত্রার পারদও। রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশ করতে এখনও ঢের দেরি বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

নভেম্বরের প্রথম দুই সপ্তাহে আর পারদ পতনের তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ, পরিষ্কার আকাশ, সকাল এবং সন্ধেয় হালকা শীতের আমেজ বজায় থাকবে এই সময়কালে। পাশাপাশি, আগামী কয়েক দিন বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে তাপমাত্রা কমবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। হালকা উত্তুরে হাওয়ায় শীতের আমেজ জেলায় জেলায়। বৃহস্পতি – শুক্রবার নাগাদ দার্জিলিং কালিম্পং-এ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বৃষ্টি হবে সিকিমেও। তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: নতুন দায়িত্ব নিয়েই হলদিয়ায় কুণাল, সাক্ষাৎ নন্দীগ্রামের দুই আদি বিজেপি নেতার

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন