তবে কি কার্তিকেই শীতের হাওয়া বইতে শুরু করল বঙ্গে? মঙ্গলবার সকালের আবহাওয়া অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। রাতের দিকে হালকা ঠান্ডা হাওয়া, আর সকালে একটুখানি শিরশিরে ভাব—কলকাতার মানুষ তা উপভোগ করছেন উপচে পড়া আনন্দে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের নিচে। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পারদ আরও নেমে ২০ ডিগ্রির ঘরে।
সকালের দিকে হালকা কুয়াশা আর শুষ্ক হাওয়া শীতের আগমনের বার্তা দিচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদে উষ্ণতার ছোঁয়া মিলছে। সামগ্রিকভাবে রাজ্যজুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন সরছে বাংলাদেশের উপকূলের দিকে। ফলে ওই অঞ্চলে সমুদ্র থাকবে উত্তাল। বাংলাদেশ ও মায়ানমার উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা বুধবার পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে দফতর।
দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে। তবে শুক্রবার ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে—উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
এদিকে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সকালে ও রাতে কুয়াশার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আজকের আবহাওয়া
সকালে আংশিক মেঘলা আকাশ, দুপুরের পর রৌদ্রোজ্জ্বল হাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪২ থেকে ৯১ শতাংশ। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদদের মতে, এখনই যদিও পুরোপুরি শীত বলা যাবে না, তবে নভেম্বরের শুরুতেই যে শীতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে—তা এবারের শীত মরসুমের জন্য শুভ ইঙ্গিত।