তাপমাত্রায় সামান্য হেরফের, তবে নতুন বছরেও জাঁকিয়ে শীত অমিল

সকালে কুয়াশায় ঢাকা ময়দান। ছবি: রাজীব বসু

কলকাতা: নতুন বছরেও কনকনে ঠাণ্ডা অমিল কলকাতায়। জানুয়ারির প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে কিছুটা কমল তাপমাত্রার পারদ। কিন্তু শীতের সেই চেনা ছবির দেখা মিলছে না এখনও।

হাওয়া অফিস জানাচ্ছে, সোমবারও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় আবহাওয়া স্বাভাবিকের থেকে বেশিই রয়েছে। তবে উত্তরবঙ্গের একাধিক পর্যটন স্থলে বরফ পড়েছে। বেড়াতে গিয়ে বেজায় খুশি পর্যটকরা।

সোমবার তাপমাত্রার সামান্য হেরফের হলেও কনকনে ঠাণ্ডা নেই কলকাতায়। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আগের দিনের থেকে পারদ সামান্য কমলেও শীত অনুভবের ক্ষেত্রে তেমন ফারাক পড়বে না শহরে।

এ দিনও সকাল থেকেই আকাশ ঢেকেছিল কুয়াশার চাদরে। বেলা গড়ানোর সঙ্গেই আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। যদিও তবে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই এখনই।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক