শীতের কামড়ে জবুথবু কলকাতা। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। ভোর ও রাতের দিকে কনকনে ঠান্ডার দাপট আরও বাড়তে পারে।
তবে এই শীত যে দীর্ঘস্থায়ী হবে না, তারও ইঙ্গিত মিলছে। উত্তর ভারতে শক্তিশালী ঝঞ্ঝা ঢুকলে তার প্রভাব পড়বে পূর্ব ভারতের আবহাওয়ায়। সেই ঝঞ্ঝার কারণে কয়েক দিনের জন্য কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। ফলে মাঝামাঝি সময়টায় কিছুটা স্বস্তি মিলতে পারে শহরবাসীর।
কিন্তু আবহাওয়ার মোড় ঘুরতেও বেশি সময় লাগবে না। বিশেষজ্ঞদের মতে, যদি ওই ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতে ভারী তুষারপাত হয়, তাহলে জানুয়ারির শেষ দিক থেকেই ফের রাজ্যজুড়ে জোরালো ঠান্ডা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আবারও তাপমাত্রা দ্রুত নামতে পারে। সব মিলিয়ে, জানুয়ারির শেষ পর্যন্ত শীতের ওঠানামার মধ্যেই থাকতে হবে কলকাতাবাসীকে।