প্রথম পাতা খবর কৃষ্ণনগরে অর্ধনগ্ন ও দগ্ধ অবস্থায় উদ্ধার তরুণীর দেহ শনাক্ত, প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ

কৃষ্ণনগরে অর্ধনগ্ন ও দগ্ধ অবস্থায় উদ্ধার তরুণীর দেহ শনাক্ত, প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ

238 views
A+A-
Reset

কৃষ্ণনগরে অর্ধনগ্ন ও দগ্ধ অবস্থায় উদ্ধার হওয়া তরুণীর দেহ শনাক্ত করলেন পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে খবর, পরিবারের সদস্যরা এসেই দেহ শনাক্ত করেন। তাঁদের দাবি, তরুণীর প্রেমিকই তাঁকে ধর্ষণ করে খুন করেছে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তকারীরা অভিযুক্ত প্রেমিককে আটক করে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। প্রেমিকের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং তাদের ব্যক্তিগত জীবনের কিছু বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টা নাগাদ প্রাতর্ভ্রমণকারীরা প্রথমে ওই দেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকে মনে করছেন, ধর্ষণ করে খুনের পর প্রমাণ লোপাটের জন্য দেহটি পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে।

তদন্তকারীদের সূত্রে খবর, তরুণীর মুখ পুড়ে যাওয়ায় তাতে প্রাথমিক ভাবে বেগ পেতে হয়েছিল পুলিশকে। পরে খোঁজ মেলে। খবর দেওয়া হয় পরিবারকে। এর পরেই তরুণীর দিদিমা, মাসি এবং দাদু থানায় গিয়ে দেহটি শনাক্ত করেন। পরিবারের দাবি, মেয়ের প্রেমিকই তাঁকে ধর্ষণ করে খুন করেছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.