ডাউন কুলিক এক্সপ্রেসে আগুন-আতঙ্ক! মালদহে থামানো হল ট্রেন

ইংরেজবাজার: শনিবার সকালে চলন্ত ট্রেনে আগুন! রাধিকাপুর থেকে কলকাতাগামী কুলিক এক্সপ্রেসে ধোঁয়া বেরোতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক। তড়িঘড়ি ট্রেন থামিয়ে আগুন নেভানো হয়।

এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ মালদহের খালতিপুর এবং চামাগ্রাম স্টেশনের মধ্যে থামানো হয় কুলিক এক্সপ্রেস। খবর দেওয়া হয় সংশ্লিষ্ট দফতরে। তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন রেলকর্মীরা। এরপর আগুন নেভানো হয়।

জানা গিয়েছে, মালদহ ডিভিশনের খালতিপুর চামাগ্রাম স্টেশনের কাছে একটি সাধারণ কোচের ‘ব্রেক বাইন্ডিং’-এ আগুন লেগেছিল। ট্রেনটি যখন খালতিপুর স্টেশন সংলগ্ন জায়গায়, তখন ধোঁয়া দেখা যায়।

আগুন নেভানোর পর ট্রেনটি সুরক্ষিত কিনা সেই বিষয়ে সমস্ত তথ্য খতিয়ে দেখা হয়। এর পরে ১০টা ১৪ মিনিট নাগাদ ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। রেল সূত্রে খবর, ওই দুর্ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক