ত্রিপুরায় থানাতেই অসুস্থ হয়ে পড়লেন কুণাল ঘোষ, ভর্তি হাসপাতালে

ডেস্ক: ত্রিপুরায় থানাতেই অসুস্থ হয়ে পড়লেন কুণাল ঘোষ। আগরতলার আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাঁকে। আজ ঠিক সকাল ১১.৪৫ নাগাদ এনসিসি থানায় যান কুণাল ঘোষ। সেখানে পুলিশি জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরে কুণাল ঘোষ সহযোগিতা করেছেন বলে চিঠিও দেওয়া হয় থানার তরফে। কিন্তু আচমকা অসুস্থ বোধ করেন তিনি। বমি করে ফেলেন। মাথা ঘুরে অচৈতন্য হয়ে পড়ে যান। তারপরই দ্রুত তাঁকে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। সঙ্গে রয়েছেন ত্রিপুরার দলের কর্মী, সমর্থকরা।


হাসপাতাল সূত্রে খবর, কুণালের সুগার লেভেল হঠাত করে কমে গিয়েছে। তবে প্রেসার লেভেল অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। চিকিৎসকরা তাঁকে কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে খবর। অন্যদিকে কুণালের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে। হাসপাতালে চলে আসে সে রাজ্যের শীর্ষ তৃণমূল নেতৃত্ব। এমনকি কলকাতা থেকেও কুণালের বিষয়ে খোঁজখবর নিয়েছেন বহু নেতাই।

আরও পড়ুন: ‘পশ্চিমবঙ্গকে আমি একসঙ্গে দেখতে চাই’, আলাদা উত্তরবঙ্গের দাবি নিয়ে স্পষ্ট কথা সুকান্ত মজুমদারের

তবে কুণাল জানিয়েছেন, মানসিক ভাবে হেনস্তা করছে ত্রিপুরা পুলিশ।  এই ঘটনার পর টুইট করেছেন কুণাল। তাঁর দাবি, তাঁর অসুস্থতার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আর সেই প্রশ্নের মুখে জবাব দিয়ে থানার চিঠি পোস্ট করেছেন তিনি। যেখানে লেখা আছে যে তিনি জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছেন। কুণাল ঘোষ জানিয়েছেন, তাঁর সুগার বেশি ও প্রেসার কম থাকায় অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে তাঁর এমআরআই-ও হয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন