প্রথম পাতা খবর ‘শুভেন্দু মিটিং করার ৫ মিনিট পরই সব জেনে যাই’, বোমা ফাটালেন কুণাল

‘শুভেন্দু মিটিং করার ৫ মিনিট পরই সব জেনে যাই’, বোমা ফাটালেন কুণাল

262 views
A+A-
Reset

কলকাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন সরকারের ৮০ শতাংশ লোক যোগাযোগ রাখছেন। এ বার এনিয়ে পালটা দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শুভেন্দুর মিটিংয়ের মধ্যে তৃণমূলের লোক থাকছে বলেও ইঙ্গিত দেন তিনি।

কুণাল দাবি করেছেন, বিজেপি নেতাদের সঙ্গে শুভেন্দু মিটিং করলে তার ৫ মিনিট পরে বলে দিতে পারব মিটিংয়ে কী আলোচনা হয়েছে। বুধবার হলদিয়ায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “বিজেপি নেতাদের সঙ্গে শুভেন্দু মিটিং করলে, ৫ মিনিট পর বলে দিতে পারব মিটিংয়ে কী আলোচনা হয়েছে”। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে বলেই এদিন মূলত সরব হন কুণাল।

শুভেন্দুর দাবি, ডিসেম্বরে রাজ্যের সবথেকে বড় “চোর” ধরা পড়বে। বিধায়ক ভাঙিয়ে নয়, ভোটে জিতে সরকার গড়বে বিজেপি, এমনটাই দাবি করেছেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দুর এই মন্তব্যের প্রেক্ষিতে কুণালের কটাক্ষ, “শুভেন্দু ক্রমশ পিছু হঠছেন”।

কুণাল বলেন, “কয়েকদিন আগে বড়ো বড়ো কথা বলছিলেন শুভেন্দু, এখন বলছেন, ভোটে জিতে আমরা সরকার গড়ব। তৃণমূল তো তাই করেছে। এমন ভাবভঙ্গি করছে যেমন সামনেই ভোট। তোমরা তো সবে হেরে এসেছ। ধৈর্য ধরতে শেখো”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.