কলকাতা: সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাঁকুড়া কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। এরপরই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ রবিবার সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ দাবি করেন, বিজেপি থেকে তৃণমূলে আসতে চাইছেন অনেক বিধায়ক। অন্তত ২০ জন বিধায়ক যোগাযোগ রাখছেন তৃণমূল নেতৃত্বের সঙ্গে। কুণালের এমন দাবিতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিজেপি-র বিধায়ক সংখ্যা ছিল ৭৭৷ ভোটের ফল প্রকাশের পরই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন দুই সাংসদ নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। এর পরে একের পর এক বিধায়ক শাসক দলে নাম লেখানোয় বিধানসভায় আরও শক্তি কমে বিজেপি-র। খাতায় কলমে বিজেপি-র বিধায়ক সংখ্যা ৭৫ থাকলেও আসলে তা কমে হয় ৬৯। সম্প্রতি হরকালী তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপির বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে ৬৮-তে।
এমন পরিস্থিতিতে এ দিন কুণাল ঘোষ বলেন, “একের পর এক নেতা দল ছেড়েছে। আরও ২০ জন ছাড়ার মুখে আছে। যেতে দিন আগামী ক’মাস। গুনে গুনে নেবেন বিজেপি থেকে ক’জন বেরিয়ে চলে আসে।”